কালিয়াচক

কফ সিরাপ সমেত পুলিশের জালে আটক স্করপিও গাড়ি

 

১৮০০ বোতল কফ সিরাপ ও একটি স্করপিও গাড়ি উদ্ধার করল কালিয়াচক থানার পুলিশ। শনিবার ভোর রাতে ঘটনাটি ঘটে কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা গোলাপগঞ্জ রাজ্য সড়কে।

    কালিয়াচক থানার পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা গোলাপগঞ্জ রাজ্য সড়কে নাকা চেকিং-এর সময় একটি স্করপিও প্রাইভেট গাড়ি পুলিশ দেখে ঘোরানোর চেষ্টা করে। ঘটনাটি দেখে ছুটে আছে পুলিশ। পুলিশকে আসতে দেখে গাড়ি ছেড়ে পালিয়ে যায় স্করপিওর ড্রাইভার। পুলিশ এসে গাড়িতে তল্লাশি করতে গিয়ে উদ্ধার হয় নয়টি বস্তা। যার এক একটি বস্তার ভিতর ২০০ বোতল করে অবৈধ ফেনসিডিল কফ সিরাপ উদ্ধার হয়। ওই গাড়ি থেকে মোট ১৮০০ বোতল ফেনসিডিল সিরাপ উদ্ধার হয়। এই ঘটনায় কালিয়াচক থানায় একটি এনডিপিএস ধারায় মামলা রজু করেছে পুলিশ। শনিবার উদ্ধার হওয়া অবৈধ কফ সিরাপ সহ স্কোরপিও গাড়িটি মালদা জেলা আদালতে পেশ করেছে কালিয়াচক থানার পুলিশ।